তানজিদের ভাবনায় নেই বিশ্বকাপ

সৌম্য সরকার পুরোপুরি ফিট থাকলে তাঁর হয়তো একাদশে থাকা হতো না। তবে প্রথমবার টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগান তানজিদ হাসান তামিম। গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ম্যাচজয়ী ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তরুণ ওপেনার। 

কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ব্যাটিংয়ে নিজের ছাপ রেখেছেন তানজিদ।

একই সঙ্গে দরজায় কড়া নাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকার দাবিও জোরালো করেছেন। সৌম্য ফিরলে হয়তো তাঁর সঙ্গে প্রথম পছন্দের ওপেনার হবেন লিটন দাস। যদিও তিন সংস্করণেই কঠিন সময় পার করছেন লিটন। কালও আউট হয়েছেন মাত্র এক রান করে।

লিটন রানে ফিরলেও বিকল্প ওপেনার হিসেবে বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল তানজিদের। তবে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না বলে জানালেন তিনি। টি-স্পোর্টসের সঙ্গে কথোপকথনে তানজিদ বলেন, ‘সামনে বিশ্বকাপ না কী আছে, তা নিয়ে চিন্তা করছি না। সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি।

আমি শুধু আমার স্বাভাবিক ব্যাটিংটাই করেছি। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলেছি। আমি সাধারণত যে জায়গায় বল পেলে শট খেলি, ঠিক তা–ই করেছি। ইতিবাচক থাকার চেষ্টা করি।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তানজিদের জন্য পয়া ভেন্যু বলাই যায়।

এই মাঠে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সৌম্যর ‘কনকাশন সাব’ হিসেবে সুযোগ পেয়ে আলো ছড়ান তানজিদ। তবে মাঠ নিয়ে তাঁর মনে বিশেষ কিছু কাজ করে না, ‘সে রকম নয়। যেকোনো মাঠে ভালো খেললেই সেটা বিশেষ হয়ে যায়। তাই আমি সেভাবে চিন্তা করি না। চিন্তা করি, যে মাঠেই খেলি না কেন, যেন দলের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’

LEAVE A REPLY