বিচারকাজ পরিচলনায় আপিল বিভাগে দুই বেঞ্চ

সর্বোচ্চ আদালতের বিচারকাজে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার সাত মাস পর এই প্রথম তিনি দুটি বেঞ্চ গঠন করলেন।
 
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের রবিবারের (আজকের) কার্যতালিকায় দুটি বেঞ্চের উল্লেখ রয়েছে। এক নম্বর আদালত কক্ষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বসবেন।

সঙ্গে থাকবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।  দুই নম্বর আদালত কক্ষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ রাখা হয়েছে। তাঁর সঙ্গে রাখা হয়েছে- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলামকে। 

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত বছর ২৫ সেপ্টেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান হাসান ফয়েজ সিদ্দিকী।

পরদিনই অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধান বিচারপতির দায়িত্ব নেন ওবায়দুল হাসান। তখন আপিল বিভাগে বিচারপতির সংখ্যা নেমে আসে ছয় জনে। গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যান বিচারপতি বোরহান উদ্দিন। এরপর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতি ছিলেন পাঁচজন।

গত ২৪ এপ্রিল হাইকোর্টর তিনজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন তিনজনকে নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাড়ায় আটজনে। গত ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ১০ দিনে সুপ্রিম কোর্টের কর্মদিবস ছিল চারটি। এই চার কর্মদিবস সাত সহকর্মীকে নিয়ে একসঙ্গে বিচারকাজে বসেছিলেন প্রধান বিচারপতি।

LEAVE A REPLY