ভারতের নির্বাচন: হাওয়া কোন দিকে তা দেখার অপেক্ষা

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হলো গতকাল মঙ্গলবার। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তৃতীয় ধাপে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৯৩ আসনে ভোটগ্রহণ হয়। তৃতীয় ধাপের নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে ভারতের লোকসভার ৫৩৪টির মধ্যে অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলো।

প্রথম দুই ধাপের নির্বাচনে ভোট পড়ার কম হারসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলেও তৃতীয় দফায় হাওয়া কোন দলের পালে লাগে, সেটিই মুখ্য বিষয় হয়ে ওঠে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দফায় ভোটগ্রহণের আগে ফের জনপ্রিয় ইস্যু রামমন্দিরকে তুরুপের তাস করে ভোটার টানার চেষ্টা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

তৃতীয় ধাপে ভোটগ্রহণের ঠিক আগে গত রবিবার অযোধ্যার রামমন্দিরে যান মোদি। জানুয়ারিতে ওই মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠার’ পর সেদিনই প্রথমবারের মতো সেখানে যান তিনি।

মন্দির দর্শন ও পূজা শেষে অযোধ্যার বিজেপি প্রার্থীর সমর্থনে জমকালো রোড শোও করেন মোদি।

মোদির এই মন্দির দর্শনকে ভোটার টানার নতুন কৌশল বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও বলেছেন, প্রথম দুই ধাপে নির্বাচনের পর ‘হাওয়া খুব সুবিধার নয়’ বুঝতে পেরেই রামমন্দির নিয়ে ধর্মীয় ভাবাবেগকে নতুন করে উসকে দিয়ে ভোটে ফায়দা লুটতে চাইছে বিজেপি।

তৃতীয় দফার ভোটে গুজরাটে ২৫, কর্ণাটকে ১৪, মহারাষ্ট্রে ১১, উত্তর প্রদেশে ১০, মধ্য প্রদেশে ৯, আসামে চার, বিহারে পাঁচ, ছত্তিশগড়ে সাত, পশ্চিমবঙ্গে চার, গোয়ায় দুটি এবং দমন ও দিউয়ে দুটি করে আসনে ভোট হয়েছে।

এসব আসনের বেশিরভাগই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির শক্ত ঘাঁটি। সর্বশেষ লোকসভা নির্বাচনে (২০১৯) এই ৯৩ আসনের ৭১টিই জিতেছিল বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস সেবার পেয়েছিল মাত্র চারটি আসন। আগের ঘাঁটিগুলোর দখল রাখার ওপর বিজেপির  আরেকদফা মেয়াদ নিশ্চিত করাটা অনেকাংশে নির্ভর করছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিরোধী ইন্ডিয়া জোট এবার কর্ণাটক, বিহার, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী।

গুজরাট, ছত্তিশগড়, মধ্য প্রদেশেও ক্ষমতাসীন দলের একাধিপত্য থাকবে না বলেই আশাবাদ তাদের।

প্রধান বিরোধী দল

কংগ্রেসের দাবি, প্রথম দুই দফায় বিজেপির  ভোটের ভাঁড়ার তেমন পূর্ণ হয়নি। বরং বিরোধীদের প্রতিই ‘ভাগ্যদেবী’ প্রসন্ন ছিলেন। প্রথম দুই দফার ভোটের ধারাবাহিকতা বজায় থাকলে তৃতীয় দফাতেই বিজেপি সরকারের পতনের ঘণ্টা বাজবে বলে দাবি বিরোধীদের। বিশ্লেষকরা বলছেন, প্রথম দুই দফা ভোট নিয়ে তেমন ঢাকঢোল বাজাচ্ছে না বিজেপি। এমনকি নির্বাচন শুরুর আগে চার শর বেশি আসন পাওয়া নিয়ে যে শোরগোল দলটি তুলেছিল তা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। এই দফায় ভোটাররা জোরেশোরে সাড়া না দিলে ক্ষমতাসীনরা সমস্যায় পড়তে পারে বলে খোদ বিজেপির অন্দরমহলে আলোচনা চলছে।

তৃতীয় দফায় নির্বাচনে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৬০.১৯ শতাংশ ভোট পড়ে। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে যথাক্রমে ৫৯.৭১ এবং ৬১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল। ভোটের প্রতি জনগণের একাংশের অনীহার পাশাপাশি গ্রীষ্মের দাবদাহকে কম ভোট পড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে ৯৬ কোটি ৯০ লাখ ভোটার। ১৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত মোট সাত ধাপে লোকসভার ৫৪৩টি আসনে ভোট হবে। ১৩ মে চতুর্থ ধাপে ৯৬টি, ২০ মে পঞ্চম ধাপে ৪৯টি, ২৫ মে ষষ্ঠ ধাপে ৫৭টি এবং ১ জুন সপ্তম ধাপে ৫৭টি আসনে ভোট হবে। ফলাফল জানা যাবে একবারে আগামী ৪ জুন।

সূত্র : বিবিসি, এনডিটিভি

LEAVE A REPLY