ঢাকায় ফিরেছেন মির্জা ফখরুল

ফাইল ছবি

পবিত্র ওমরাহ পালন শেষে দুপুরে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে জানান মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন করে দুপুর সাড়ে ১২টায় বিএনপির মহাসচিব ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম ঢাকায় ফিরেছেন।

গত ২ মে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সৌদি আরব যান বিএনপির মহাসচিব।

প্রথমে তিনি মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। গত ৫ মে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালন করেন তারা।

ওমরাহ পালনকালে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন তারা। পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য দোয়া করেছেন বিএনপির মহাসচিব।

LEAVE A REPLY