সালমান খান
সালমানের বাড়ির সামনে গুলিকাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ চৌধুরী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রেপ্তার মোহাম্মদ চৌধুরীকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।
খুব শিগগিরই তাকে আদালতে তোলা হবে। এই নিয়ে সালমানের বাড়ির সামনে গুলিকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এক বিবৃতিতে গ্রেপ্তার এবং মুম্বাইয়ে আনার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার মোহাম্মদ চৌধুরীর রিমাণ্ড চাওয়া হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।
গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, মোহাম্মদ চৌধুরী সে সময় ওই দলে ছিলেন।