এটা ক্রিকেট, এমন হতেই পারে : লিটন

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টির বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভার। ব্লেসিং মুজারাবানির করা ওভারের দ্বিতীয় বলটি স্কুপ করতে গিয়ে ব্যর্থ হন লিটন দাস। পরের বলে একই পরিণতি। এবার যেন জিদ চেপে বসলো লিটনে মনোজগতে।

একই কায়দায় স্কুপ করতে গেলেন আবার। কিন্তু অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের ছোঁয়া পেয়ে স্টাম্পে আঘাত করে। ১৫ বলে ১২ রান করে বোল্ড হয়ে ফেরেন লিটন।

গতকালকের এই দৃশ্যপট লিটনের বর্তমান ফর্মের প্রতিচ্ছবি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে তার মোট রান ৩৬, স্ট্রাইকরেট ৮৩। নিজের হতশ্রী ব্যাটিং নিয়ে লিটন নিজে চিন্তিত। টি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে এই ওপেনার বলেন, ‘চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। পরিশ্রম করছি, এমন না যে অনুশীলন করছি না।

অনেক সময় আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, কিন্তু এটা ক্রিকেট তো, এমন হতেই পারে। অবশ্যই আমার ভালো করা উচিৎ, দেখা যাক আরো দুটি ম্যাচ আছে।’ 

কিন্তু কীভাবে সেই চেষ্টা করছেন লিটন? দলীয় অনুশীলনের বাইরে খুব বেশি নেটে দেখা যায় না তাকে। ঐচ্ছিক অনুশীলনে তো তিনি থাকেন না বললেই চলে। এনিয়ে লিটনের সমালোচনা হয় সংবাদ মাধ্যমে, অনুশীলন না করে কীভাবে নিজের ভুলত্রুটি শুধরে ভালো করবেন লিটন?

তবে এসব নিয়ে ভাবছেন না লিটন, ‘সংবাদ মাধ্যমকে আমার পক্ষ থেকে কিছু বলার নেই।

যদি হোটেলে থাকা উন্নতির অংশ হয় তবে আমি সেটাই করব। আসলে মানুষ সবসময় ফলাফল আশা করে। আপনি যখন রেজাল্ট দিবেন, তখন আপনি যদি টানা পাঁচ দিন অনুশীলন নাও করেন, তাও ভালো। আবার আপনি যদি টানা অনুশীলন করে ব্যর্থ হন তবে মানুষ ভাববে এটা খারাপ। আমি আসলে ভাবছি না। আমি নিজে কতটা দিতে পারছি ম্যাচে সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।’

গতকাল মুজারাবানির করা তিন স্কুপের ব্যখ্যায় বলেন, ‘আমার কাছে ওই সময় মনে হয়েছে এটাই আমার কাছে আইডিয়াল। এজন্যই আমি এটা চেষ্টা করেছি। এটা ব্যাটে লেগে স্টাম্পে লেগেছে, পাশ দিয়ে চলে গেলে আমি বাউন্ডারি পেয়ে যেতাম। এটা ক্রিকেটের একটা অংশ। কোন সময় আপনি ভালো শটস খেলে আউট হয়ে যাবেন, খারাপ শটস খেলে রান করতে পারবেন। আমি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক।’

LEAVE A REPLY