গতকাল ছিল বিশ্ব মা দিবস। দিনটিতে সুখবর দিলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেগন্যান্সি কিটের ছবি পাস্ট করে তিনি লিখেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’।
সেই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রীকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সেরেছিলেন ফারিয়া। দুই বছর পর হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। ফারিয়া বলেন, ‘স্বপ্ন সত্যি হলো।
এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহর উপহার এটা। তিনি নিজের হাতে এই উপহার পাঠাচ্ছেন। আমার জন্য সবাই দোয়া করবেন।