এবার দিল্লির ৪ হাসপাতালে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির অন্তত চারটি হাসপাতাল ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।  মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ ইমেইলের কথা পুলিশকে জানিয়েছেন। 

যে চারটি হাসপাতাল হুমকি পেয়েছে সেগুলো হলো: জিটিবি হসপিটালের কাছের দিল্লি স্টেট ক্যান্সার ইন্সটিটিউট, ডাবরির দাদা দেভ হসপিটাল, হেডগেওয়ার হসপিটাল এবং দীপ চাঁদ বন্ধু হসপিটাল।

দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়, বোম স্কোয়াড এই চারটি হাসপাতাল প্রাঙ্গনে তল্লাশি অভিযান চালিয়েছে। তাদের সঙ্গে প্রশিক্ষিত কুকুরও ছিল। প্রতিটি হাসপাতালের সামনে ফায়ার ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

মাত্র সপ্তাহ দুই আগে দিল্লিসহ ভারতের আরও কয়েকটি বড় বড় নগরীর বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল।

এনডিটিভি জানায়, দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিঅনে (এনসিআর) গত ১ মে প্রায় ১০০ স্কুল বোমা হামলার হুমকি সম্বলিত ইমেইল পাওয়ার কথা জানিয়েছে। ওই ইমেইল পাওয়ার পর স্কুল প্রশাসন এবং অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

তারপর গত ৬ মে আহমেদাবাদের ছয়টি স্কুলেকে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়। এক কর্মকর্তা জানান, রাশিয়ার আইপি অ্যাড্রেসের সার্ভার থেকে ওই ইমেইলগুলো পাঠানো হয়েছে।

গত রোববার দিল্লি বিমানবন্দর এবং বড় বড় কয়েকটি হাসপাতালসহ বেশ কিছু ঠিকানায় বোমা হামলার হুমকি দিয়ে একই ধরণের ইমেইল পাঠানো হয়। পরে বোঝা যায় সেগুলো ভুয়া হুমকি ছিল।

LEAVE A REPLY