হরিয়ানায় চলন্ত বাসে আগুন, নিহত ৯

দাউ দাউ করে আগুনে পুড়ছে বাস।

ভারতে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৪ জন। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার নুহতে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় বাসে ৬০ জন যাত্রী ছিল। তাদের বেশিরভাগই তীর্থযাত্রী।

মৃতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোতে দেখা গেছে, একটি ফ্লাইওভারের ওপর দাউদাউ করে জ্বলছে বাসটি। বাসে থাকা একজন বৃদ্ধা সংবাদমাধ্যমকে জানান, বাসটির পিছনে একটি বাইক আসছিল।

ওই বাইক আরোহীরই প্রথম নজরে আসে আগুন লাগার বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি ওভারটেক করে এসে বাসের চালককে আগুন লাগার বিষয়টি জানান। চালক গাড়ি থামান এবং বাসটিকে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি।

পুলিশে খবর দেওয়া হলে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটির আর কোনো কিছু অবশিষ্ট ছিল না।

ওই বৃদ্ধা বাসের সামনের সিটেই বসে ছিলেন। আগুন লাগার খবর শুনেই তিনি বাসের জানলা দিয়ে বাইরে লাফ দেন এবং প্রাণে বেঁচে যান। তার আরো আত্নীয় সেই বাসে ছিলেন। 

সূত্র: সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY