বিচ্ছেদ ও সন্তানের হেফাজত নিয়ে জাপানে নতুন আইন

প্রতিকী ছবি

বিচ্ছেদের পর সন্তান মা-বাবার যৌথ হেফাজতে বড় হবে বলে নতুন আইন প্রণয়ন করেছে জাপানের আইনপ্রণেতারা। গতকাল শুক্রবার (১৭ মে) দেশটির আইনপ্রণেতারা এই আইন প্রণয়ন করেছেন। বিভিন্ন দেশে সন্তানের প্রতি বাবা-মায়ের অধিকার সম্পর্কিত আইন দেশের নাগরিকদের সুবিধার্থে বারবার পরিবর্তন করা হলেও জাপানে এ ধরনের আইনের পরিবর্তন এই প্রথম।

আইনের এই সংশোধনীটি জারি হলেও এখনই এর বাস্তবায়ন হচ্ছে না।

আগামী দুই বছরের মধ্যে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। জাপানে বাবা-মায়ের বিচ্ছেদ হলে আইন অনুযায়ী তাদের যেকোনো একজন সন্তানের দায়িত্ব নিতে পারতেন। তবে পরিবর্তিত এই আইনের মাধ্যমে, তারা প্রথমে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন আইনে যেকোনো একজন আবার দুই জনের যৌথ অভিভাবকত্বেও সন্তানের দায়িত্ব নেওয়ার সুযোগ দিয়েছে।

তবে যদি দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়, তাহলে একটি পারিবারিক আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান করবে রাষ্ট্র। তবে বাবা-মায়ের কোনও একজন বা দুই জনই যদি সন্তানকে নির্যাতন করেন বা করতে পারেন বলে সন্দেহ থাকে, তাহলে তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবকত্ব দেওয়া হবে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY