জুভেন্টাস থেকে বরখাস্ত অ্যালেগ্রি

সংগৃহীত ছবি

তিন বছর পর গত পরশু কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে জুভেন্টাস। এর রেশ কাটতে না কাটতেই দলটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে স্যাক করেছে ইতালিয়ান ক্লাবটি। শুক্রবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।

তাকে বরখাস্ত করার কারণ হিসেবে ক্লাবটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে,’কোপা ইতালিয়া ফাইনালের সময় এবং এর পরে এমন কিছু আচরণ করেছে যা ক্লাবটির মূল্যবোধের সঙ্গে বেমানান বলে মনে করে।

আতালান্তার বিপক্ষে সেদিন ফাইনাল ম্যাচে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেন অ্যালেগ্রি। যেকারণে লাল কার্ড দেখতে হয় তাকে। এ নিয়েই ক্লাব অসন্তুষ ছিল তার ওপর। জুভেন্টাসের কোচ এমন আচরণ করতে পারেন না বলছিলেন ক্লাবের কর্তারা।

সেই রেশ ধরেই শেষ পর্যন্ত বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে নিল জুভেন্টাস।

চলতি মৌসুমে ইতালিয়ান লিগে এখন চতুর্থ অবস্থানে আছে জুভেন্টাস। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করে ফেলেছে আজ্জুরিরা।

LEAVE A REPLY