দারুণ এক খবর নিয়ে আসছি সামনের মাসে : তানভীন সুইটি

তানভীন সুইটি

দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’তে একঝাঁক নতুনের সঙ্গে দেখা যাচ্ছে তানভীন সুইটিকেও। এই ধারাবাহিক ও সমসাময়িক বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী, শুনেছেন সুদীপ কুমার দীপ।

দীর্ঘ ধারাবাহিকে আপনাকে দেখা যায় না বললেই চলে। ‘দেনাপাওনা’ করতে রাজি হলেন কেন?

দীর্ঘ ধারাবাহিকগুলোর শিডিউল মেইনটেন করাটা মুশকিল।

গত বছর ‘গুলশান এভিনিউ—সিজন ২’ করেছিলাম। এবার করছি ‘দেনাপাওনা’। এটা করার মূল কারণ গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিকটির গল্প।

আমাদের এখন বয়স হয়েছে, চাইলেই অল্পবয়সী নায়িকার চরিত্র করতে পারি না, আবার গুরুত্বহীন চরিত্রেও হাজির হওয়া যাবে না। সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কাজ করি। সে জন্য একটু অপেক্ষাও করা লাগে। এই ধারাবাহিকে আমার চরিত্রটি মনের মতো।

তাই রাজি হয়েছি। শুটিং করতে গিয়েও মনে হয়েছে, ভালো কাজ হচ্ছে। আমার বিশ্বাস, দর্শকেরও ভালো লাগবে।

একক নাটক করছেন না কেন?
সময় করে উঠতে পারছি না যেমন সত্যি, তেমনই মনের মতো গল্পও পাই না। আমাদের বয়স অনুযায়ী চরিত্র ও গল্প এখন খুব কি হচ্ছে! ‘দেনাপাওনা’ দীর্ঘ ধারাবাহিক।

এটার শিডিউল নিয়েই হিমশিম খেতে হবে। এর মধ্যে আর একক নাটক নিয়ে ভাবছি না সেভাবে। তার ওপর বিজ্ঞাপনচিত্রের কাজ আছে। এরই মধ্যে কয়েকটির শুটিং করলাম। হাতে আরো কয়েকটি বিজ্ঞাপন আছে। নাটকের জন্য সময় বের করা কঠিনই।

ওটিটিতে আপনার অভিনীত ‘কারাগার’ ও ‘দুই দিনের দুনিয়া’ বেশ সাড়া ফেলেছিল। সেখানেও এখন অনুপস্থিত…
আর বলবেন না! আমিও জানি একটু বিরতি হয়ে যাচ্ছে। তবে ব্যাপার না, দারুণ এক খবর নিয়ে আসছি সামনের মাসে। আট পর্বের একটা ওয়েব সিরিজের শুটিং করব। নাম আর পরিচালক বলতে পারব না। তবে অনেকে তো প্ল্যাটফরমের নামটাও বলে না, আমি সেটা বলছি, দারুণ সে সিরিজটি আসবে হইচই-তে।

তিন দশকের ক্যারিয়ারে মাত্র পাঁচটি ছবিতে আপনাকে দেখা গেছে, সংখ্যাটা কম মনে হয় না?
অবশ্যই কম। তবে আমার এখানে হাত নেই। সব সময়ই ভালো কাজের সঙ্গে থাকতে চেয়েছি। যে ছবিগুলো করেছি, প্রতিটিই ভালো ছিল। সংখ্যাটা আরো বাড়লে ভালো লাগত, তবে ঝুঁকিও থাকত। হয়তো মানের দিক থেকে মনের মতো হতো না। যা হোক, যে দিন গেছে সেটাতো গেছে। এবার আগামী দিনের কথা বলি, সামনে দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। বড় বাজেটের, ভালো গল্পের, ভালো নির্মাতার ছবি। খুব শিগগির ঘটা করে জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান।

এখনকার ছবি হলে গিয়ে দেখেন?
আমি বাংলা ছবির নিয়মিত দর্শক। আমার ফেসবুকে গেলে দেখতে পাবেন একটা টিম আছে আমাদের, নিয়ম করেই দল বেঁধে হলে গিয়ে ছবি দেখি আমরা। শাকিব খান, সিয়াম, আরিফিন শুভ থেকে শুরু করে সবার ছবিই দেখি।

সিনেমার ভবিষ্যৎ কী বলে মনে হয়?
দু-তিন বছরের মধ্যে আমাদের চলচ্চিত্র দারুণ করবে। এখনই বিশ্ববাজারে বাংলা ছবির চাহিদা বাড়ছে। এক কোটি-দুই কোটি থেকে আমাদের ছবির বাজার এখন আট-দশ কোটি টাকায় পৌঁছেছে। এটা সত্যিই দারুণ ব্যাপার। 

মঞ্চের খবর কী?
২২ মে ‘মুক্তি’র প্রদর্শনী আছে। ত্রপা মজুমদার নির্দেশনা দিয়েছেন নাটকটির। এদিকে থিয়েটারের নতুন নাটক ‘পোহালে শর্বরী’ও করছি নিয়মিত। অনেকে মঞ্চ ছেড়ে টিভিতে ব্যস্ত, তবে আমাকে এখনো মঞ্চই বেশি টানে।

LEAVE A REPLY