আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৩ ম্যাচের একটি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া ইচ্ছে, প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিক পর্বে আজ ছিলেন মুস্তাফিজুর রহমান। ভিডিও বার্তায় মুস্তাফিজ জানিয়েছেন, বড় খেলোয়াড় হওয়ার আক্ষেপ রয়ে গেছে তাঁর।
মুস্তাফিজ বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জেতে, তাকে বড় খেলোয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করেছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।’ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।
বড় আসরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। সেই দলে ছিলেন মুস্তাফিজ।
বাংলাদেশের জার্সিতে পারফর্ম করে বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছেন মুস্তাফিজ। এখন নিয়মিত খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
যদিও এবার আইপিএল শেষ করে আসতে পারেননি। জাতীয় দলের ব্যস্ততায় মাঝ পথে ফিরতে হয়েছে তাকে।
মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবে। আমি সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি।
আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ, এই সংস্করণ বেশ চাপের, এই কারণে ভালো লাগে আমার। চাপটা উপভোগ করি।’
আইপিএল থেকে পাওয়া অভিজ্ঞতা জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে চান এই বাঁহাতি পেসার, ‘আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান, আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’