ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : এএফপি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরের একটি হেলিকপ্টার রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে ‘দুর্ঘটনায়’ পড়েছে। প্রেসিডেন্টের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের জোফা অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে। উদ্ধারকারী দল তাকে ও অন্যান্য কর্মকর্তাদের শনাক্ত করতে ওই এলাকায় রওনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও বিমানটিতে থাকতে পারেন।
এ ছাড়া রাষ্ট্রীয় টিভি একটি অন-স্ক্রিন সংবাদ সতর্কতায় বলেছে, ‘কঠোর আবহাওয়া ও ঘন কুয়াশা উদ্ধারকারী দলগুলোর দুর্ঘটনাস্থলে পৌঁছনো কঠিন করে তুলেছে।
’
সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভারজাগান শহরের কাছে ডিজমারের পাহাড়ি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।
কিছু স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং স্থানীয় কর্মকর্তারা রাইসির মতো একই হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। রাইসি এদিন পূর্ব আজারবাইজান প্রদেশ সফর করছিলেন। সেখানে তিনি দুই দেশের সীমান্তে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কম্পানিতে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল। বাকি দুটি নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছেছে। ইরনার তথ্য অনুসারে, পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় কর্মকর্তারা রাইসির মতো একই হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন।
৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালের জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল, ২০০৪ সাল থেকে এক দশক ধরে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের ডেপুটি চিফ এবং তারপর ২০১৪ সালে জাতীয় প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
আরো বিস্তারিত আসছে…