ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি : এএফপি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার রবিবার দুর্ঘটনার কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানসহ আরো একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আশা করি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সম্মানিত প্রেসিডেন্ট ও তার সহচরদের জাতির কাছে ফিরিয়ে দেবেন।
এই সেবকদলের সুস্থতার জন্য সবার দোয়া করা উচিত।’আ
তিনি আরো বলেন, ইরানের জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, দেশের কাজে কোনো বিঘ্ন ঘটবে না।
সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন এবং নির্বাচনের হবে।
অন্যদিকে প্রেসিডেন্টের মুখপাত্র ‘ধৈর্য, প্রার্থনা ও আস্থা’ রাখার আহ্বান জানিয়েছেন।
আলি বাহাদোরি জাহরোমি বলেন, ‘আমরা কঠিন ও জটিল অবস্থার সম্মুখীন হচ্ছি। প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার সর্বশেষ খবর সম্পর্কে সচেতন হওয়া জনগণ ও গণমাধ্যমের অধিকার।’
তিনি আরো বলেন, ‘তবে দুর্ঘটনাস্থলের স্থানাঙ্ক এবং আবহাওয়ার অবস্থা অনুযায়ী এখন পর্যন্ত নতুন কোনো খবর নেই। এই মুহুর্তে, ধৈর্য, প্রার্থনা ও উদ্ধারকারী গোষ্ঠীর ওপর আস্থা রাখাই এগিয়ে যাওয়ার পথ।
’
সূত্র : টেলিগ্রাফ