২৪ মে প্রথমবার একক কনসার্ট করবে পপাই

রাফফান ইমাম ওরফে পপাই

২০১০ সালে যাত্রা শুরু ব্যান্ডদল ‘পপাই বাংলাদেশ’-এর। এই দলের প্রধান রাফফান ইমাম শ্রোতামহলে ‘পপাই’ নামেই পরিচিত। তাঁর গাওয়া ‘নেশার বোঝা’, ‘অপার্থিব’, ‘ভাবালে’, ‘ভালোবাসা বাকি’ গানগুলো দারুণ জনপ্রিয়।

প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে ‘পপাই বাংলাদেশ’।

২৪ মে ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘পপাই অ্যা নাইট টু রিমেম্বার’-এ গান শোনাবেন তাঁরা।

পপাই বলেন, ‘সম্ভবত এটি বছরের শেষ শো হবে আমার। কারণ এর পরই আমি চলে যাব যুক্তরাষ্ট্রে। এ বছর আর দেশে ফেরা হবে কি না নিশ্চিত নই।

এই শো’টা আমার কাছে অন্য রকম। অন্য সময় কনসার্ট করতে গিয়ে অনেক গানের অনুরোধ পাই; তবে সব গান করা সম্ভব হয় না। এখানে টানা দুই ঘণ্টা পারফর্ম করব। আশা করছি, আমার ভক্তরা এই কনসার্ট মিস করবেন না।

LEAVE A REPLY