আজ ও কাল বৃষ্টি আরো বাড়তে পারে, কমবে তাপমাত্রা

সংগৃহীত ছবি

সারা দেশে বৃষ্টি অনেকটাই বেড়েছে গতকাল সোমবার। দেশের কোথাও তাপপ্রবাহও ছিল না। তাপমাত্রা কমায় গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বৃষ্টি আরো বাড়তে পারে।

কমতে পারে তাপমাত্রা।   

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গল ও বুধবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বঙ্গোপসাগরে বিদ্যমান সিস্টেমের (সম্ভাব্য লঘুচাপ) প্রভাবে বৃহস্পতিবার আবার তাপমাত্রা বাড়তে পারে।

এরপর আবার বৃষ্টি বাড়তে পারে।’

আগামীকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বুধবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরো শক্তিমত্তা অর্জন করতে পারে।

তবে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) গতকাল বিকেলে জানিয়েছে, সম্ভাব্য লঘুচাপটি প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ২৪ মের দিকে ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হতে পারে। 

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে আরো শক্তিশালী হয়ে আগামী ২৫ মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। এর প্রভাবে ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি হতে পারে।

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রিমাল’। আরবি রিমাল শব্দের অর্থ বালি। এটি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দেওয়া নাম।

বৃষ্টি বেড়ে তাপপ্রবাহের অবসান
বৃষ্টি বাড়ায় গতকাল সোমবার দেশের কোথাও তাপপ্রবাহ ছিল না। আগের দিনের তুলনায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ২.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়, ৩৬ ডিগ্রি। আগের দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮.৩ ডিগ্রি। ঢাকায়ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। এখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৪ ডিগ্রি।  

আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ অনেকটাই বেড়েছে। কমবেশি বৃষ্টি হয়েছে সব বিভাগেই। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে ৬৪ মিলিমিটার ও বগুড়ায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় গতকাল সামান্য (১ মিলিমিটারেরও কম) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আরো বাড়তে পারে বৃষ্টি
আজ বৃষ্টি আরো বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। 

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। 

পরদিন বৃহস্পতিবার আবার কমতে পারে বৃষ্টি। এদিন রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

LEAVE A REPLY