বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আঙুল নাড়াবেন এক বাংলাদেশি

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

১ জুন অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এই দায়িত্ব সামলাবেন তিনি। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ডালাসে স্থানী সময় ১ জুন (বাংলাদেশ সময় পরিদন) আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা।

সে ম্যাচে শরফুদ্দৌলার সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবে ল্যাংটন রুসেরে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ২টি নারী বিশ্বকাপ ও ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন। শরফুদ্দৌলা আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলেও বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা।

LEAVE A REPLY