যে কারণে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ৪ জুলাই

সম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে পুরো মেয়াদ কোনো প্রধানমন্ত্রী শেষ করতে পারেন নি। মেয়াদ শেষ হবার আগেই প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নতুন প্রধানমন্ত্রি নিয়োগ সরকার পরিচালনায় সমস্যা হচ্ছে। তাই বর্তমান প্রধানমন্ত্রী নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তার ঘোষনা অনুযায়ী আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ তারিখ ঘোষণা করেছেন। স্থানীয় সময় বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর  ডাউনিং স্ট্রিট থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। খবর বিবিসি।

নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈঠকে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান ঋষি সুনাক। রাজা চার্লস অনুমতি পাওয়ার পর এটি জনসম্মুখে ঘোষণা করেন তিনি।

গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে। ধারণা করা হচ্ছে, ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসবে লেবার পার্টির ।

সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধামন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন।

এদিকে নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কেইর স্টারমারের।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

LEAVE A REPLY