পরীর মন খারাপ, কেনো এত মায়া লাগে…

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে পরীর সময়টা ভালো যাচ্ছে না। তিনি হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। একমাত্র সন্তানের দিকে তাকালে তার বাবা শরিফুল রাজের কথা মনে পড়ে। কিন্তু শরিফুর রাজ তো এদিকে ফিরেও তাকান না। তবুও জীবনের প্রয়োজনে তিনি এখন ব্যস্ত।

অবশ্য ব্যক্তিগত জটিলতা কাটিয়ে পরীমণি কাজে ফিরেছেন বেশ আগেই। এরই মধ্যে একাধিক সিনেমার কাজ সেরে ফেলেছেন। এখন ব্যস্ত ওয়েব সিরিজের কাজে। যেটার নাম ‘রঙিলা কিতাব’। নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত অনম বিশ্বাস।

এই প্রজেক্টের ঘোষণা এসেছিল গেলো বছরের অক্টোবরে। সম্প্রতি সিরিজটির শুটিং শুরু হয়েছে। লোকেশন-দেশের অন্যতম সুন্দর জেলা রাঙামাটি। সেখানে ইতোমধ্যে পরীর অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

পরী জানালেন, ‘রঙিলা কিতাব’-এ তিনি অভিনয় করছেন সুপ্তি নামের এক চরিত্রে। যার প্রতি গভীর মায়া জন্মে গেছে অভিনেত্রীর। তিনি বলেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায় তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভেতর দমে যাওয়া আর্তনাদ। সব কিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।’

সিরিজটিতে কাজ করে যে পরীমণি তৃপ্ত, সেটা তার কথায় স্পষ্ট। তার ভাষ্য, “সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি ‘রঙিলা কিতাব’ রিলিজ হলে সবার ভালোবাসা পাবো। কী অসাধারণ একটা টিমের সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’’

মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে একটি শর্টভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, শুটিং টিমের সবার সঙ্গে তিনি। আঁচ করা যায়, প্যাকআপের পর তারা ক্যামেরাবন্দী হয়েছেন। এই ভিডিওর সঙ্গেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন নায়িকা। অবশ্য সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। এখানে তিনি তার মনের সব কথা শেয়ার করেন।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

যায়যায়দিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে

LEAVE A REPLY