শিরোপা উৎসব করেই পিএসজিকে বিদায় এমবাপ্পের

সংগৃহীত ছবি

শিরোপা উৎসব করেই পিএসজিকে বিদায় জানালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড আগেই ঘোষণা দিয়েছেন, মৌসুম শেষে প্যারিস ছাড়বেন। মত না পাল্টালে প্যারিসের ক্লাবটির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ফরাসি তারকা। কারণ, অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালই ছিল চলতি মৌসুমে পিএসজির শেষ ম্যাচ।

এমবাপ্পের বিদায়ী ম্যাচে লিঁকে হারিয়ে ২-১-এ হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে পিএসজি। 
ফ্রেঞ্চ কাপ জিতে ঘরোয়া ট্রেবলও পূর্ণ করেছে লুই এনরিকের দল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জেতার আগে ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছে পিএসজি। কাপে সবচেয়ে বেশিবার শিরোপা জেতার রেকর্ড তাদেরই।

এবার নিয়ে ১৫তমবার ট্রফি জিতে রেকর্ডটা আরো উঁচুতে নিয়ে গেল পিএসজি। 
বিদায়টা শিরোপার আবিরে রাঙালেও পিএসজি জার্সিতে শেষ ম্যাচে গোলের দেখা পাননি এমবাপ্পে। পার্ক দ্য প্রিন্সেসে সাতটি রঙিন বসন্ত কাটিয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোলের রেকর্ড নিয়ে তিনি প্যারিস ছাড়ছেন।  এমবাপ্পে জিততে সমস্যা হয়নি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের।

২-১ গোলের জয়ে তাদের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। 
খেলার ২২ মিনিটে উসমানে দেম্বেলে এগিয়ে দেন পিএসজিকে। খানিকটা পরে (৩৪ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেছেন ফাবিয়ান রুইজ। দ্বিতীয়ার্ধের শুরুতে লিওঁর হয়ে একটি গোল শোধ দেন জ্যাক ও’ব্রায়ান। হেডারে দুর্দান্ত গোল করেছেন তিনি।

পরের মিনিটে দারুণ এক সেভ করেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। 
২০১৭ সালে রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। লিগ ওয়ানের ৬টি শিরোপা, ৪টি ফ্রেঞ্চ কাপ, ২টি লিগ কাপ জিতে সাত বছর পর পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন তিনি। তবে আরাধ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা পিএসজিকে এনে দিতে পারেননি এমবাপ্পেরা। তবে শিরোপায় বিদায় বলতে পারায় দারুণ উচ্ছ্বসিত এমবাপ্পে, ‘ফাইনালে শিরোপা জিতে শেষ করতে পারার মতো ভালো কিছু আর নাই। সত্যিই আমার খুব ভালো লাগছে। মাথাটা উঁচু করে শিরোপা জিতে বিদায় নিচ্ছি। সুতরাং শুধু ভালো দিকগুলোই মনে রাখব।’ 

LEAVE A REPLY