যে কারণে বাংলাদেশের বিপক্ষে থাকছেন না কোহলি

বিরাট কোহলি। ছবি : এএফপি

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর একটি ভারতের বিপক্ষে। আগামী ১ জুন ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে তারকা ব্যাটার বিরাট কোহলিকে পাবে না ভারত।

আইপিএল থেকে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের পর ছুটি বাড়িয়েছেন কোহলি। দলের সঙ্গে তাই একটু দেরিতে যোগ দেবেন তিনি। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিশ্বকাপে অংশ নিতে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ভারতীয় দল।

প্রথম ধাপে এরই মধ্যে রওনা দিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অধিনায়ক রোহিত শর্মাসহ কয়েকজন ক্রিকেটার।

কোহলি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন আগামী ৩০ মে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কোহলি আমাদেরকে বলেছে, সে দেরিতে দলের সঙ্গে যুক্ত হবে… মে মাসের ৩০ তারিখ ভোরে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিসিসিআই তার অনুরোধ মেনে নিয়েছে।

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন রোহিতরা। ‘ডি’ গ্রপে ভারতের বাকি তিন প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা।

LEAVE A REPLY