সৌদি পৌঁছলেন প্রায় ৪৭ হাজার হজযাত্রী

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৬ হাজার ৯৮৮ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১১৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ মঙ্গলবার (২৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ২৪১ জন।

তা ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ৭৭৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি পুরুষ হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ছয় জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। সর্বশেষ গত রবিবার (২৭ মে) জামাল উদ্দীন নামে একজন মারা যান।

তাঁর বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

LEAVE A REPLY