কোরবানির পশু নিয়ে ট্রেন চলবে ১২ জুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুন থেকে পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। আজ মঙ্গলবার (২৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটেল (পশুবাহী) ট্রেন পরিচালিত হবে। এই তিন দিন পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

তিনি বলেন, পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনে আগামী ১২ জুন দুটি এবং ১৩ জুন একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। 

LEAVE A REPLY