পিএসসির অধীনে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ, চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে সরকার

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কর্মচারী নিয়োগে কমিটির সুপারিশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে। 

আজ মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

মন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কমিটি এ প্রতিবেদন জমা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি পিএসসির মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিয়োগের সুপারিশ করেছে।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে ১৭৮ জন কর্মকর্তার বিভিন্ন অনিয়মের (গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের দোষ প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২২ জনকে গুরুদণ্ড ও ৬৯ জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে এবং৭৭ জন অব্যাহতি পেয়েছে।

বিসিএসএ নারী কোটা বাতিলের পরও নারীর নিয়োগ পাওয়ার হার কমেনি:

বিসিএসে ১০ শতাংক নারী কোটা বাতিলের পরও নারীদের নিয়োগ পাওয়ার হার কমেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। গড়ে প্রতিটি বিসিএসএ ২৫ থেকে ২৯ শতাংশ পর্যন্ত নারী কর্মকর্তা রয়েছে।

তাই নারীরা সরকারি চাকরিতে কম নিয়োগ পাচ্ছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয়। 

তিনি আরো বলেন, বর্তমানে ৫৮ মন্ত্রণালয়ের মধ্যে ১১ জন নারী সচিব রয়েছেন। তা ছাড়া জেলা প্রশাসক ৭ জন ও ইউএনও ১৪১ জন এবং এসিল্যান্ড ১৮১ জন নারী কর্মরত আছেন। 

মন্ত্রী আরো জানান, ৩৫তম বিসিএসে নারীর সংখ্যা ২৭ দশমিক ৯৫ শতাংশ। এভাবে ৪০তম বিসিএসএ ২৬ দশমিক ৩ শতাংশ, ৪১তম বিসিএসে ২৬ দশমিক ৭১ নারী সুপারিশ প্রাপ্ত হয়েছে।

এছাড়া ২৯ শতাংশ নারী সব ধরনের সরকারি চাকরিতে রয়েছে।

LEAVE A REPLY