নারীর ভূমিকার পক্ষে শক্ত অবস্থান সানিয়ার

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা সমাজে নারীদের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি তার প্রতিভা এবং কৃতিত্বের জন্য অনেকের কাছে একজন রোল মডেল এবং অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। 

যদিও সারা বিশ্বে নারীরা সামাজিক বাধা অতিক্রম করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের মাধ্যমে বিস্ময়কর অর্জন দেখিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলির সমাজ এখনও নারীদের সীমিত ভূমিকায় দেখে থাকে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সি এই পেশাদার ক্রীড়াবিদ তার দক্ষতা এবং সাফল্যের কারণে খ্যাতির চূড়া ছুঁয়েছেন। তার বিশ্বাস, নারীরা কেবল সৌন্দর্য কিংবা রান্নাঘরের তাদের দক্ষতার প্রতীক নয়।

একই সময়ে একজন মা এবং একজন সেলিব্রিটি হওয়ার কারণে সানিয়া মনে করেন, সমাজ তাদের (নারীদের) যা মনে করে তার চেয়ে নারীরা অনেক বেশি কিছু।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শীর্ষস্থানীয় ভারতীয় ম্যাগাজিন ‘ফ্যামিনা’কে সানিয়া বলেন, ‘নারীদের শুধু সুন্দর দেখানো এবং রান্না করা উচিত নয়। বরং তারা তার চেয়েও বেশি কিছু।’

তার এই উদ্ধৃতিটি ওই জার্নাল তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছে এবং সেটিকে সানিয়া তার ইনস্টাগ্রামে পুনঃশেয়ার করেছেন।

উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা ছয় বছর বয়সি ইজহান মির্জা মালিকের মা। পেশাদার টেনিস থেকে অবসর নেওয়া সত্ত্বেও সানিয়া তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব এবং উজ্জ্বল ক্যারিয়ারের জন্য ব্যাপকভাবে অনুসরণীয়।

LEAVE A REPLY