যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে পালটা হামলার দাবি হুথিদের

লোহিত সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে হুথিদের সামারিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হামলা চালিয়েছে। এতে ১৬ জন নিহত ও বেসামরিক নাগরিকসহ ৪১ জন আহত হয়েছেন। এই হামলার জবাব দিতে বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে।

সারি বলেন, হোদেইদাহ প্রদেশে সালিফ বন্দর, আল-হক জেলার একটি রেডিও ভবন, ঘালিফা শিবির ও দুটি বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।  

যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আরও বিঘ্ন ঘটাতে না পারে।

LEAVE A REPLY