চঞ্চলের জন্মদিনে যা লিখলেন তার বন্ধু

শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাস। ছবি: ফেসবুক থেকে নেয়া

আজ গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন। তাকে নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন স্বজন, বন্ধু ও অনুরাগিরা। সবার ভালোবাসায় আজ সিক্ত এই অভিনেতা। অনেকেই জানেন, চঞ্চল চৌধুরীর কাছের বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশী।

দুজনের সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই নানাভাবে বন্ধুত্বের গল্প বলেছেন। এক বন্ধুর কথায় উঠে এসেছে আরেক বন্ধুর গল্প।

আজ চঞ্চল চৌধুরীর জন্মদিন। এই দিনটি নিয়ে কথা বলেছেন তার বন্ধু শাহনাজ খুশী।

তিনি লিখেছেন, শুভ জন্মদিন বন্ধু। মানুষ যত ঋদ্ধ হয়, পরিসর -কর্মক্ষেত্র যত বড় হয়, তাঁকে সারপ্রাইজ দেয়া ততো কঠিন হয়। কি এক মুসিব্বত বল তো?’

তিনি আরও লেখেন, তুই এখন দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে জায়গা করেছিস। নানান জায়গা থেকে দুদিন আগে থেকেই উইশ করতে  থাকে! গোপন বলে আর কিছু রয় না।

সবার আশীষে আয়ু বাড়ুক তোর, ভালবাসায় ভরে উঠুক সব শুন্যতা।’

পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবিও। সেখানে আছেন শাহনাজ খুশীর স্বামী চিত্রনাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাশ।

LEAVE A REPLY