টসে জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র । যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে খেলাটি।

যুক্তরাষ্ট্র একাদশ :
১. মোনাঙ্ক প্যাটেল (ক্যাপ্টেন, উইকেটকিপার), ২. স্টিভেন টেলর,  ৩. অ্যান্ড্রিস গাউস, ৪ অ্যারন জোন্স, ৫. নীতীশ কুমার, ৬. কোরি অ্যান্ডারসন, ৭. হারমিত সিং, ৮. শ্যাডলি ভ্যান শালকউইক, ৯. জসদীপ সিং, ১০. আলি খান, ১১. সৌরভ নেত্রাভালকার

কানাডা একাদশ :

১.  সাদ বিন জাফর (ক্যাপ্টেন) অ্যারন জনসন, ২. নবনীত ঢালিওয়াল, ৩. পরগাত সিং, ৪. নিকোলাস কারটন, ৫. শ্রেয়াস মোভভা (উইকেটরক্ষক), ৬. দিলপ্রীত বাজওয়া, ৭. অ্যারন জনসন, ৮. নিখিল দত্ত, ৯. ডিলন হেইলিগার, ১০. কলিম সানা, ১১ জেরেমি গর্ডন
আম্পায়ার :
শরফুদ্দৌলা (বাংলাদেশ)
রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
টিভি আম্পায়ার :
স্যাম নোগাজস্কি (অস্ট্রেলিয়া)
রিজার্ভ আম্পায়ার :
ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ রেফারি :
রিচি রিচার্ডসন

LEAVE A REPLY