তবু ‘বিশেষ’ কিছুর আশায় নাজমুল

ফাইল ছবি

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে আরেকবার হতশ্রী ব্যাটিং প্রদর্শনী-বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে কোনোভাবেই তাল খুঁজে পেল না বাংলাদেশ। তবু বিশ্বকাপে বিশেষ কিছুর আশা নাজমুল হোসেনের।

গতরাতে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে)। কিন্তু বোলাররা দারুণ করেছে।

শরিফুল ও রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে, সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।’

ঘুরে দাঁড়াতে দলকে সাহসী হওয়ার বার্তা নাজমুলের, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না।

আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

চোট নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন দলের মূল পেসার ও সহ অধিনায়ক তাসকিন আহমেদ। এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তাঁর।

ভারতের বিপক্ষেও ছিলেন বিশ্রামে। তাসকিনের সঙ্গে গতকাল বিশ্রামে রাখা হয় আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে। এ নিয়ে নাজমুল বলেন, ‘তাসকিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে, তখন ভিন্ন কিছু হবে।’

LEAVE A REPLY