১৬ জেলায় মৃদু তাপপ্রবাহ, গরম কমতে পারে আজ

সংগৃহীত ছবি

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বাড়ার পূর্বাভাস থাকলেও গতকাল শনিবার বরং তা কমেছে। এতে একদিকে যেমন সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, অন্যদিকে তাপমাত্রা বেড়ে ফিরে এসেছে তাপপ্রবাহ। 

গতকাল দেশের ১৬ জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। জেলার সংখ্যার হিসাবে তা দেশের ঠিক এক-চতুর্থাংশ।

তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ থেকে দুই-তিন দিনের জন্য আবার বৃষ্টি বেড়ে তাপমাত্রা ও তাপপ্রবাহ কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভাপসা গরম থেকে মুক্তি মিলবে না।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আজ (গতকাল) বৃষ্টিপাতের এলাকা কমেছে। ফলে দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ ছিল।

তবে রবিবার বৃষ্টি সামান্য বাড়তে পারে। ফলে তাপপ্রবাহও প্রশমিত হতে পারে কিছু কিছু অঞ্চলে। সোমবার বৃষ্টি আরো বাড়তে পারে। এদিন দেশের কোনো অঞ্চলে তাপপ্রবাহ না থাকার সম্ভাবনাই বেশি।

ওমর ফারুক জানান, মঙ্গলবারের পর থেকে আবার কয়েক দিনের জন্য বৃষ্টি কমতে পারে। তবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি থাকবে এ সময়।

বৃষ্টি কমেছে, তাপমাত্রা বেড়েছে
আবহাওয়া অধিদপ্তর সারা দেশের ৪৪টি পর্যবেক্ষণাগারের মাধ্যমে প্রতিদিন তাপমাত্রা, বৃষ্টিপাতসহ আবহাওয়ার বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র চারটি পর্যবেক্ষণাগার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করেছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, ১৪ মিলিমিটার।

এ ছাড়া সিলেটে সাত মিলিমিটার ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

বৃষ্টি কমায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে অনেক অঞ্চলেই। আগের দিন (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৫.৫ ডিগ্রি। অন্যদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭.৪ ডিগ্রি। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি, যা আগের দিনের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। 

তাপমাত্রা বাড়ায় গতকাল ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে। 

মৌসুমি বায়ু ছড়িয়েছে সাত বিভাগে
গতকাল সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু খুলনা ছাড়া দেশের বাকি সাত বিভাগেই বিস্তৃত হয়েছে। মূলত এর প্রভাবে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, এই মৌসুমি বায়ুই বাংলাদেশে বর্ষার আগমন বার্তা। বাংলা ঋতুচক্রে আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও আবহাওয়া অধিদপ্তরের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসকে বর্ষা মৌসুম ধরা হয়। 

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে কোথাও কোথাও। কমতে পারে তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভাপসা গরম অনুভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ ছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ।

আগামী দুই দিনে সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

পরদিন মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি। আগামীকালও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

LEAVE A REPLY