তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন কঙ্গনা

বলিউড থেকে রাজনীতির মাঠে এসে প্রথমবারই বাজিমাত করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী। 

এদিকে ১৯ মে মনোনয়ন জমা দেওয়ার সময় ঘোষণা দিয়েছিলেন ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন। যেহেতু তিনি নির্বাচনে জয় লাভ করেছেন সেহেতু কথা রাখতে পারেন কঙ্গনা।  

কেননা কঙ্গনা যেকোনো বিষয় নিয়ে স্পষ্ট কথা বলতে স্বচ্ছন্দবোধ করেন। তাকে ঠোঁট কাটা হিসেবে সবাই জানে। কেননা তিনি যেকোনো কথাই অকপটে বলে ফেলেন।  তবে জয়ে পর অভিনয় ছাড়বেন কিনা এখনো এ বিষয়ে মুখ খুলেননি কঙ্গনা। 

এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনাকে প্রশ্ন করা হয়, যদি মাণ্ডি আসন থেকে তিনি জয়ী হন তাহলে কি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ধীরে ধীরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসবেন?

জবাবে কঙ্গনার সাফ কথা, ‘হ্যাঁ অবশ্যই।’

তিনি এও বলেন, ‘একাধিক চলচ্চিত্র নির্মাতা আমায় বলেছেন- আমি একজন ভালো অভিনেত্রী। আমি যেন অভিনয় না ছাড়ি। আমি ভালো অভিনয় করি ঠিকই। সবটাই আমি প্রশংসা হিসেবে নিই।’

প্রসঙ্গত,  হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন কঙ্গনা রানাউত। 

LEAVE A REPLY