সংগৃহীত ছবি
কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা দল। অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে আনহেল দি মারিয়াসহ শীর্ষ তারকাদের। সঙ্গে আছেন দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও। তবে ক্লাবের অনুমতি না পাওয়ায় এবার অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না এই তারকার।
আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকেও খেলার ইচ্ছা ছিল এনজোর। মানসিকভাবেও নাকি কোপার পর অলিম্পিকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এ মিডফিল্ডার। কিন্তু ফার্নান্দেজের অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ পর্যন্ত হয়তো পূরণ না-ও হতে পারে।
সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এনজো অলিম্পিকে খেলার অনুমতি চেয়ে একাধিকবার তার ক্লাব চেলসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
কিন্তু শেষ পর্যন্ত তাকে অলিম্পিকে খেলার অনুমতি দেয়নি চেলসি। ফলে মাসচেরানোর দলের হয়ে ফ্রান্সে অলিম্পিক খেলতে যাওয়া না-ও হতে পারে এনজোর।
আগামী ২৪ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক, শেষ হবে ১০ আগস্ট। এ সময় ক্লাবগুলোর নতুন মৌসুম শুরু হয়ে যাবে।
তাকে অলিম্পিকে ছেড়ে দিলে নতুন মৌসুমের শুরুতে সেটা চেলসির প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। ক্লাব এই ঝুঁকি নিতে চায় না।