সংগৃহীত ছবি
ক্লাব ফুটবলের মৌসুমের শেষ দিকে এসে পিঠের চোটে ভুগছেন হ্যারি কেইন। যেকারণে ইংল্যান্ডের হয়ে সবশেষ প্রীতি ম্যাচে বসনিয়ার বিপক্ষে খেলেছেন মাত্র ত্রিশ মিনিট। তবে ইউরো শুরুর আগেই ‘ফুল ফিট’ কেইনকে পাওয়ার আশা ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের।
ইউরোর আগে শুক্রবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইংলিশরা, প্রতিপক্ষ আইসল্যান্ড।
এই ম্যাচে কেইনের পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন আরেক স্ট্রাইকার ইভান টনি। কেইনকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সাউথগেট। যাতে মূল আসরের আগে কেইনকে পুরোপুরি সুস্থ পাওয়া যায়। সাউথগেট বলেছেন,’শুক্রবারের ম্যাচে টনি সুযোগ পাবে কিন্তু আমি হ্যারি কেইনকে ফিট দেখতে চাই।
‘
সদ্য শেষ হওয়া মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছেন কেইন। মহাদেশীয় আসরে ইংলিশদের ভরসার নাম ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। আক্রমণভাগে তাঁর জ্বলে ওঠার ওপর নির্ভর করছে অনেক কিছু।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন সাউথগেট।
তাই প্রাথমিক দলে থাকা ফুটবলারদের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। যারা ছন্দে থাকবেন তাদের নিয়েই দল গড়া হবে জানিয়েছেন সাউথগেট,’যারা অনেক ম্যাচ খেলে কিন্তু এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না তাদের জন্য শুক্রবারের ম্যাচ গুরুত্বপূর্ণ।’
এবারের ইউরোতে ‘সি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। প্রতিপক্ষ সার্বিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়া। ১৬ জুন রাতে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ইংলিশরা।