শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর নাম করে প্রতারণা চালাচ্ছে কিছু মানুষ! এবার সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে সকলকে সচেতন করে দিল সংস্থাটি। শুধু বলিউডই নয়, বিশ্বব্যাপীও মানসম্মত কাজের জন্য পরিচিত শাহরুখের রেড চিলিজ এন্টাটেইনমেন্ট।
জনসচেতনার জন্য ইনস্টাগ্রামে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতারণার প্রস্তাব ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে।
সেখানে দাবি করা হচ্ছে যে সেগুলো রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনও রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনও কাজের অফার বা সুযোগ বা অন্য কিছু- হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না।’
নিজেদের পোস্টে সংস্থাটি আরও জানায়, ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে কোনও সঠিক সুযোগ একমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।’
মুলত এখান থেকেই স্পষ্ট যে শাহরুখ এবং তার সংস্থার নাম করে ভুয়া কাজ ও প্রতারণা চালানো হচ্ছে মুম্বাইয়ে।
যা নজরে এসেছে তাদের। আর সেটার বিষয়ে এবার সচেতন করল খোদ এই সংস্থাটি।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য কিং’-এর শুটিংয়ে। সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটিতে থাকবেন শাহরুখকন্যা সুহানা খানও।
এটি একটি থ্রিলার চলচ্চিত্র হতে চলেছে যেখানে শাহরুখকে একজন ডনের ভূমিকায় দেখা যাবে।