মাঠে বুলিংয়ের শিকার, রেগে গেলেন আজম খান

    সংগৃহীত ছবি

    সময়টা মোটেও ভালো যাচ্ছেনা পাকিস্তানের উইকেরক্ষক ব্যাটার আজম খানের। সমর্থক থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সবাই তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা নিয়ে সমালোচনা করেছিল। এবার মাঠেই সমর্থকদের দ্বারা বুলিংয়ের শিকার হলেন।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি।

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে একাদশে সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হন আজম খান। প্রথম বলেই এলবিডব্লিউয়ের শিকার হয়ে শূন্য রান করে মাঠ ছাড়েন তিনি। তবে সেখানেও ঘটিয়েছেন বিপত্তি।


    আউট হয়ে ফেরার সময় দর্শক সারিতে থাকা এক সমর্থক তাকে উদ্দেশ্য করে ‘মোটা হাতি’বলায় সেই দর্শকের উপর খেপে যান আজম খান।

    চোখ রাঙানি দিয়ে সেই দর্শককে কিছু বলতেও দেখা যায় তাকে। তবে কী বলছেন জানা যায়নি। পরে অবশ্য নিজেকে সামলে ড্রেসিংরুমের দিকে চলে যান।

    উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আর ক্যারিবিয়ান লিগে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান আজম।

    তবে জাতীয় দলের জার্সিতে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি।

    LEAVE A REPLY