৫০ হাজার সিমসহ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার

বিটিআরসির অনুমোদনবিহীন ভিওআইপি সরঞ্জামাদি ব্যবহার করে দেশ থেকে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছিলেন আব্দুর রহিম রাজ। 

সোমবার রাজধানীর নয়পল্টনে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ৫০ হাজার সিমকার্ড ও অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রাজকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বলেন, রাজ ৩ বছর অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছিলেন। তার কাছে টেলিটকের সিম সবচেয়ে বেশি পাওয়া গেছে। রাজের সঙ্গে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা ভিওআইপি সরঞ্জামাদি ও আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY