আগামী মাসে এরদোগান-পুতিন সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

আগামী মাসে সাংহাই কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে তুরেস্কর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের আশা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আশা ব্যক্ত করেন।  খবর ডেইলি সাবাহর।

বৈঠকে রাশিয়া ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করে পুতিন বলেন, আমি আশা করি খুব শিগগির ৩ বা ৪ জুলাই এরদোগান কাজাখস্তানের আস্তানায় থাকবেন। এটি একটি আন্তর্জাতিক ইভেন্টের অংশ। সেই অনুষ্ঠানে সাক্ষাতের সময় আমরা বিশ্বের বর্তমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাব।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন হলো একটি আঞ্চলিক গোষ্ঠী, যেখানে তুরস্ক প্রায়ই প্রধান অংশীদার হিসেবে সম্মেলনে অংশ নেয়।

পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করার পাশাপাশি অন্যান্য “সংকট পরিস্থিতি” সমাধানে সাহায্যের জন্য আঙ্কারার উদ্যোগের প্রশংসা করেন।

LEAVE A REPLY