মুকুট হারালেন সাকিব, নামলেন পাঁচে

সাকিব আল হাসান।

আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। এক নম্বর থেকে এক ধাক্কায় পাঁচে নেমে গেছেন এই বাঁহাতি। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এরপর ব্যাট হাতে করেন ৮ রান।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র এক ওভার বল করে ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাট করতে নেমে ৩ রান করে আউট হন সাকিব। এমন পারফরম্যান্সের কারণে অবনতি হয়েছে সাকিবের। অলরাউন্ডারদের তালিকায় তার রেটিং পয়েন্ট এখন ২০৮।

সাকিবকে সরিয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবি। এই বিভাগের র‍্যাংকিংয়ে দুই ও তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান মার্কাস স্টইনিস ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চার নম্বরে রয়েছেন সিকান্দার রাজা।

এদিকে বোলিং বিভাগে লম্বা লাফ দিয়েছেন তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নেন এই পেসার। এতে এগিয়েছেন ১০৮ ধাপ। আছেন যৌথভাবে ৯৮তম অবস্থানে। ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে দুই ম্যাচে ৪০ ও ৩৭ রানের ইনিংস খেলা এই ব্যাটারের অবস্থান এখন ২৭ নম্বরে।

LEAVE A REPLY