বিরতি ভেঙে শার্লিন ফারজানার প্রত্যাবর্তন

শার্লিন ফারজানা

ঈদ উপলক্ষে ১৩ জুন হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে চার বছরের বিরতি ভেঙে অভিনয় করেছেন শার্লিন ফারজানা। ‘গোলাম মামুন’ ও তাঁর প্রত্যাবর্তনের গল্প শুনেছেন হৃদয় সাহা।

পেছন ফিরে দেখা
‘ইউ গট দ্য লুক’ (২০০৮) প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে নাম লেখান শার্লিন।

দুই বছর পর খিজির হায়াত খানের ‘জাগো’ দিয়ে আসেন চলচ্চিত্রে। এরপর অবশ্য পড়াশোনার চাপে অভিনয়ে সময় দিতে পারেননি। চার বছরের বিরতি কাটিয়ে ২০১৪ সালে ফেরেন শোবিজে। টিভিতে বিজ্ঞাপন দিয়ে শুরু করেন পুরোদমে কাজ।

অতঃপর নাটকে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে নেন। ‘হঠাৎ তোমার জন্যে’, ‘এয়ারবেন্ডার’, ‘সেই ছেলেটা’, ‘ওয়াদা’, ‘ফ্যানপেজ’ নাটকগুলোতে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পায়।

শুরুর সেই সময়টা নিয়ে শার্লিন বলেন, ‘ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত আমি। বিটিভির তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলাম।

তবে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় হওয়ার পর পড়াশোনাতেই বেশি মন দিই। এরপর ২০০৮ সালে শোবিজে এলেও পড়াশোনার জন্য ফের বিরতি। চিকিৎসাবিদ্যায় ভর্তি হয়েও পরে নিজের ইচ্ছায় আইন বিভাগ বেছে নিই। পড়াশোনা শেষে ভাবলাম, এবার অভিনয়ে ফেরা যায়। অডিশন দিয়ে সিলন টি-এর বিজ্ঞাপন করলাম।

কিন্তু সেটা যে এত জনপ্রিয় হবে, ভাবতে পারিনি। এরপর নাটকেও একের পর এক প্রস্তাব আসতে থাকে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার এই, আমার অভিনীত বেশির ভাগ নাটকই দর্শক পছন্দ করেছিল।’

1
শার্লিন ফারজানা

সহশিল্পীদের বন্দনা
ঈদ অভিনয়ের শুরুটা আরিফিন শুভর সঙ্গে (জাগো), তবে বেশি অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে। তাঁদের নিয়ে অভিনেত্রীর পর্যালোচনা এ রকম, “যখন ‘জাগো’ করি, তখন শুভও নতুন। এখন তো সে ‘মুজিব’-এ অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ রয়েছে। শুভ খুব ভালো গান গায়, আমাকে শোনানোর জন্য পাঠায়। আর আমার বেশির ভাগ নাটকে সহশিল্পী অপূর্ব ভাই ও নিশো ভাই। তাঁরা আমার অভিভাবকের মতো। তখন তাঁরাও স্ট্রাগল করেছিলেন। এরপর দুজনই অনেক জনপ্রিয় হলেন, ওটিটি-সিনেমায় তাঁদের জয়জয়কার। দেখা হলেই উৎসাহ দিতেন অভিনয়ে ফেরার জন্য। তাহসান ভাইয়ের সঙ্গে একটাই নাটক করেছিলাম, জনপ্রিয়তাও পেয়েছিল। কিন্তু কেন জানি আর কাজ করা হয়নি।”

নিজের কাছে সেরা
এক দশক পর ২০২০-এ নিজের অভিনীত দ্বিতীয় ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে হাজির হন শার্লিন। যদিও মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই ছবির কাজ শুরু হয় আরো দুই বছর আগে। ছবিটির স্মৃতি টেনে শার্লিন বলেন, “‘দাস কেবিন’ নাটক করতে গিয়ে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। তিনি তখন সিনেমা বানানোর পরিকল্পনা করছিলেন। ছবিটির গল্প শুনে কোনো চিন্তা না করেই রাজি হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু তিনি শর্ত দেন, ছবিতে অভিনয় করতে হলে নাটক ছেড়ে দিতে হবে! এটা আমার জন্য তখন সত্যিই চ্যালেঞ্জ ছিল। কারণ তখন আমার হাতে অনেক নাটকের প্রস্তাব। কিন্তু নীরার (ছবিতে শার্লিনের চরিত্র) প্রেমে এমনভাবে পড়েছিলাম যে, চ্যালেঞ্জটা নিয়ে ফেলি। মনে হয় সেই চ্যালেঞ্জে আমি শতভাগ সফল। নীরা আমার ক্যারিয়ারের সেরা চরিত্র।”

সংসার জীবনের টুকরো গল্প
ক্যারিয়ারে ‘ঊনপঞ্চাশ বাতাস’ বয়ে যাওয়ার আগেই শার্লিনের জীবনে আসে ফাল্গুনী প্রেমময় বাতাস, অর্থাৎ বিয়ে। ২০১৯ সালে বিয়ে করেন এহসানুল হককে। ক্যালেন্ডার ঘুরতেই তাঁদের ঘর আলোকিত হয় প্রথম ছেলের আগমনে। বছর দুয়েক পর ফের মা হন অভিনেত্রী। সংসার জীবনের গল্পটা সংক্ষেপে শোনালেন এভাবে, ‘বিয়েটা পারিবারিকভাবে ছোট পরিসরে হয়েছিল। মহামারি কভিডের সময় যখন পৃথিবী থমকে গিয়েছিল, তখন প্রথম সন্তানের অস্তিস্ত্ব অনুভব করি। ওই সময়টা আসলে কঠিন ছিল আমার জন্য। বছর দেড়েক পর ভেবেছিলাম, কাজে ফিরব। কিন্তু তখনই আবার দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা। তাই তখন আর ফেরা হয়নি।’ 

বিরতি ভেঙে প্রত্যাবর্তন
অবশেষে এই ঈদে ‘গোলাম মামুন’ দিয়ে ফিরলেন শার্লিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেরার জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু কিভাবে ফিরব, বুঝতে পারছিলাম না। এর মধ্যেই শিহাব শাহীন ভাই আমাকে এই সিরিজের অফার দেন। এখন ওটিটির রমরমা অবস্থা, আবার শিহাব ভাই, অপূর্ব ভাই তাঁরাও অনেক দিনের চেনা মানুষ, তাই রাজি হয়ে যাই।’

ফিরবেন নাটকেও, গত কয়েক বছরে নাটকের অবস্থা পাল্টে গেছে অনেকখানি। সাম্প্রতিক সময়ের নাটকগুলোর নাম, সংলাপ নিয়ে প্রশ্ন-বিতর্ক ওঠে প্রায়ই। বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য, ‘এ কথা সত্য, আমি যাঁদের সঙ্গে কাজ করতে অভ্যস্ত, তাঁরা কেউই এখন নাটকের সঙ্গে জড়িত নেই। মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা আমার নেই; যা শেখা, নাটক করেই। ওটিটি আর সিনেমায় তো নিয়মিত কাজ করা সম্ভব নয়, তাই নাটকের কাজ করব। খারাপ হলে আর কতটা হবে! আমি আগেও বেছে বেছে কাজ করছি। আমার সঙ্গে যায়, আশা করছি এমন গল্পই পরিচালকরা নিয়ে আসবেন।’

LEAVE A REPLY