তমা মির্জার ঈদ সালামি, পরিমাণ কত জানেন?

তমা মির্জা

‘সুড়ঙ্গ’ খ্যাত অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি দেশীয় গণমাধ্যমের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানে ঈদ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন জীবনে সর্বোচ্চ কত টাকার সালামি পেয়েছিলেন তিনি।

তমা মির্জা বলেন, ‘ঈদের দিন তেমন কিছু করা হয় না। সন্ধ্যা বা রাতের দিকে বন্ধুদের বাসায় দাওয়াত থাকে, সেখানে যাওয়া হয়। ঈদের দিন ঝগড়া না হলে আমার মনে হয় ঈদই হলো না। সকালবেলা চেঁচামেচি শুনব— এখনো গোসল হয়নি, রেডি হয়নি, এখনো সবকিছু হয়নি— এসব কিন্তু আমার বেশ ভালো লাগে।

‘সুড়ঙ্গ’খ্যাত এ চিত্রনায়িকা সালামি প্রসঙ্গে কথা উঠতেই চমক দিলেন । তিনি বলেন, ‘জীবনে সর্বোচ্চ সালামি পেয়েছি আড়াই থেকে তিন লাখ টাকা। এর বেশি কখনো পাইনি।’

শৈশবের ঈদের স্মৃতিকথা মনে করে তমা মির্জা বলেন, ‘ছোটবেলার ঈদগুলোই মজার ছিল।

ওই সময় অনেক কিছু বুঝতাম না, দায়িত্বও ছিল না। আর এখন উৎসব মানেই খরচ— এইটা লাগবে, ওইটা লাগবে।’

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেই সঙ্গে বেশ কিছু সিনেমায় পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তমা মির্জা। এ ছাড়া ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

২০১৫ সালে এসে ‘নদীজন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার বড় পাওয়া। এর পর অভিনেতা আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী তমা। এ ছাড়া আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচিত হন তিনি। 

LEAVE A REPLY