ফাইল ছবি
হজ ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন সৌদি আরবে গিয়ে হজ পালন করেছেন। আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাঁদের সবাইকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সাজানো হয়েছে ফ্লাইটসূচি।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।
ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস পরিবহন করবে।
এদিকে হজে গিয়ে গত মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২১ বাংলাদেশির মৃত্যু হয়। তাঁদের ১৮ জন পুরুষ, অন্যরা নারী। মক্কায় ১৬ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজন মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা সূত্রে জানা গেছে।