উগান্ডার অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন মাসাবা

সংগৃহীত ছবি

উগান্ডার অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন ব্রায়ান মার্ক মাসাবা। ইতি টেনেছেন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারেরও। বিশ্বকাপ শেষে বুধবার দলের এক মিটিংয়ে এ ঘোষণা দেন বিশ্বকাপে নেতৃত্ব দেয়া মাসাবা।

অধিনায়কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে মাসাবা বলেন, ‘দায়িত্ব ছাড়া নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি।

নতুন কেউ দায়িত্ব নিয়ে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় এটাই।’

৩২ বছর বয়সী মাসাবা ২০১৮ সাল থেকে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন।  এর আগে ৭ বছর সহ–অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। অধিনায়ত্ব ছাড়ার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন ‘যেকোনো পর্যায়ে উগান্ডাকে নেতৃত্ব দেওয়া সম্মানের, বিশ্বকাপের কথা বাদ দিন।

২০০৯ সালে অভিষেক হয়ে  ২০১৯ সালে প্রথমবার আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেন মাসাবা। উগান্ডাকে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে ২৪ উইকেট ও ৪৩৯ রান করেছেন এই অলরাউন্ডার।

তার অধীনেই প্রথমবার বিশ্বকাপ খেলেছে উগান্ডা।

৩ ম্যাচে বোলিং করে উইকেট নিয়েছেন ৫টি।  বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়েছে তার দল। 

LEAVE A REPLY