ইউরো ২০২৪/ ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক

সংগৃহীত ছবি

জিতলেই শেষ ষোলো নিশ্চিত; এমন সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে হোঁচট খেল ইংল্যান্ড। শুরুতে গোল করে এগিয়ে গেলেও পারল না লিড ধরে রাখতে। দারুণ ফুটবল খেলে ইংলিশদের হতাশায় ডুবিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ডেনমার্ক। তাতে ইউরোর নক আউট নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ইংল্যান্ডকে।

দুই ম্যাচে দুই পয়েন্ট পাওয়া ডেনিশদেরও সম্ভাবনা জোরাল।

শেষ ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ স্লোভেনিয়া, আর ডেনমার্ক খেলবে সার্বিয়ার বিপক্ষে। চার দলেরই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।

ফ্রাঙ্কফুর্টে ইংলিশরা শুরুটা ভালো করলেও বলের দখল ছিল সমানে সমান।

তবে আক্রমণে এগিয়ে ছিল ডেনিশরা। গোলের জন্য ১৬টি শট নিয়ে অনটার্গেট রাখে সাতটি। আর ইংলিশরা ১২ শটের চারটি রাখে টার্গেটে।

খেলার ১৮ মিনিটেই ইংলিশদের আনন্দে ভাসান হ্যারি কেইন।

ডেনমার্কের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ইংলিশরা। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ডেনিশরা। ৩৪ মিনিটে ৩০ গজ দূর থেকে গতির শটে জাল খুঁজে নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন মোরতেন হুলমান্দ। কিছুই করার ছিল না ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে।

একাধিক পরিবর্তন আনেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। এরপরও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ডেনিশরাও পারেনি জয়সূচক গোল বের করতে।

LEAVE A REPLY