ভারতীয় ক্রিকেটারকে সানিয়া মির্জার বিয়ে নিয়ে গুঞ্জন, ব্যাখ্যা দিলেন বাবা

সানিয়া মির্জা ও মোহাম্মদ শামি ক্রীড়াজগতের দুই উজ্জ্বল নক্ষত্র। একজন টেনিসে অন্যজন ক্রিকেটে।  তাদের দুজনের ব্যক্তিগত জীবন সুখের হয়নি। সানিয়া পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন। এ বছরের শুরুতে শোয়েব তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন। এদিকে হাসিন জাহানের সঙ্গে আদালতে ঝুলে শামির বিচ্ছেদ মামলা। তার নামে একাধিক অভিযোগ এনেছেন হাসিন। 

সানিয়া-শোয়েবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শামি-সানিয়াকে নিয়ে নানান গুজব ভেসে বেড়িয়েছে। তারা নাকি শিগগিরই বিয়ে করছেন- এমন পোস্টও ভাইরাল হয়েছে। 

ফ্যানদের তৈরি পোস্টে রীতিমতো ক্ষুব্ধ সানিয়ার পরিবার।  এনডিটিভিকে সানিয়ার বাবা ইমরান মির্জা বলেন, ‘এগুলো একদম ভুয়া। আজ পর্যন্ত সানিয়া কখনো শামির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি’। 

তিনি আরও বলেন, বিয়ে তো দূরের কথা, দুজনের কখনও সামনাসামনি দেখা পর্যন্ত হয়নি। 

এক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া জানান, পবিত্র হজে যাওয়ার সুযোগ হয়েছে তার। তিনি আরও বলেন, ‘আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে। যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে’। 

সানিয়া-শোয়েবের একমাত্র সন্তান ইজহান; ছেলে সানিয়ার কাছেই রয়েছে। ছেলেকে ঘিরেই এখন তার সব স্বপ্ন। 
২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব।

তথ্যসূত্র: সামা টিভি।

LEAVE A REPLY