শুটিংয়ের পরও ছবি থেকে বাদ দেওয়া হলো রোশান ও বুবলীকে

রোশান ও বুবলী

এমডি ইকবাল বেশ আগেই জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘বিট্রে’ নামের একটি ছবির শুটিং শুরু করেছিলেন। ৪০ শতাংশ শুটিং হওয়ার পর হঠাৎ ছবিটি বন্ধ রেখে ইকবাল ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দুটি ছবিতেই অভিনয় করেছিলেন রোশান। এ বছর ৩ মে ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে, এই ঈদে মুক্তি পেয়েছে ‘রিভেঞ্জ’।

‘ডেডবডি’ কিছুটা আলোচনায় এলেও ‘রিভেঞ্জ’ নিয়ে মোটেও সন্তুষ্ট নন ইকবাল। ছবির এমন ভরাডুবির কারণ হিসেবে দেখছেন রোশান ও বুবলীকে। তিনি মনে করছেন, দর্শক রোশান-বুবলীকে জুটি হিসেবে পছন্দ করেনি। আর তাই ৪০ শতাংশ শেষ হওয়া ‘বিট্রে’ ছবি থেকে এই দুজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইকবাল বলেন, ‘একজন নির্মাতা অনেক কষ্ট করে ছবি তৈরি করেন। প্রযোজক যে টাকাটা লগ্নি করেন সেটাও অনেক কষ্টে উপার্জন করা। তাই ভেবেচিন্তে খরচ করতে হবে। আমি রোশান ও বুবলীকে নিয়ে যে বাজি ধরেছিলাম, সে বাজিতে হেরেছি।

এখন আর ভুল করতে চাই না। ৪০ শতাংশ শুটিং হয়েছে মানে বাজেটের ৪০ শতাংশ খরচ হয়ে গেছে। এখনো ৬০ শতাংশ আছে। আমি চাই, এই ৬০ শতাংশ টাকা যেন অপচয় না হয়। তাই নতুন কোনো জুটিকে নিয়ে ছবিটি করতে চাই।

এই বিষয়ে রোশানের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। ইকবাল ভাই এই সিদ্ধান্ত নিলে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমিও তাঁর ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি।’

LEAVE A REPLY