রুমানিয়াকে হারিয়ে নতুন জীবন পেয়েছেন ডি ব্রুইনরা

সংগৃহীত ছবি


ফিফা র্যাংকিংয়ে বরাবর উপরের দিকে থাকে বেলজিয়ামের নাম। র্যাংকিংয়ে তিন নম্বরে থেকে খেলছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপেও। কিন্তু জার্মানির আসরে শুরুটা দু:স্বপ্নের মতো হয়েছিল তারকা খচিত বেলজিয়ামের। বড় অঘটনের শিকার হয়ে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে বসে স্লোভাকিয়ার কাছে।

টিকে থাকতে হলে রুমানিয়ার বিপক্ষে জিততেই হতো ডমেনিকো টেডেসকোর দলকে। টিকে থাকার ওই লড়াইয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন কেভিন ডি ব্রুইনরা।  
রুমানিয়ার বিপক্ষে বেলজিয়ামের জয় গ্রুপ ‘ই’ উন্মুক্ত হয়ে গেছে সবার জন্য। চার দলের যে কেউ-ই উঠতে পারের শেষ ষোলোতে।

দুই ম্যাচ শেষে রুমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং ইউক্রেন সবার নামের পাশে সমান তিন পয়েন্ট। দুই রাউন্ডের খেলার পর পয়েন্ট টেবিলের এমন চিত্র ইউরো চ্যাম্পিয়নশিপে দেখা যায়নি এর আগে কখনই। 
শেষ রাউন্ডে বেলজিয়াম খেলবে ইউক্রেনের বিপক্ষে আর রুমানিয়া মুখোমুখি হবে স্লোভাকিয়ার। ওই লড়াইয়ে ড্র করে চার পয়েন্ট অর্জন করে নকআউটের টিকিট কাটার সুযোগ যেমন থাকছে আবার একই পয়েন্ট নিয়ে আছে বিদায়ের প্রবল শঙ্কাও।

আপাতত এই সমীকরণে খানিকটা সুবিধেজনক অবস্থানে রুমানিয়া ও বেলজিয়াম। দুই দলেরই গোল পার্থক্য +১। অন্যদিকে স্লোভাকিয়ার শূন্য এবং ইউক্রেনের -২।  
কোলনের আকর্ষণীয় দ্বৈরথে রুমানিয়ার বিপক্ষে প্রত্যাশিত শুরু করে বেলজিয়াম। খেলার ৭০ সেকেন্ডের সময় দলকে এগিয়ে নেন ইউরি টিয়েলেম্যানস।

দ্বিতীয় মিনিটে করা অ্যাস্টন ভিলা মিডফিল্ডারের গোলটি চাপও প্রশমিত করে দেয় টেডেসকোর দলের। এরপর শেষ দিকে ম্যানচেস্টার সিটি তারকা কেভিড ডি ব্রুইনের গোল স্বস্তির জয় এনে দেয় বেলজিয়ামকে। 
রুমানিয়াকে হারিয়ে উচ্ছ্বসিত ডি ব্রুইন,‘ স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের মতোই অনুভুতি হচ্ছে আমার। আমরা ভালো খেলেছি কিন্তু পার্থক্য হচ্ছে আজ আমরা গোল করতে পেরেছি এবং জিতেছিও। আমরা হয়তো কিছু ভুল করেছি এবং কিছু সুযোগও নষ্ট করেছি। দবে আমাদের খেলায় আমরা তৃপ্ত-এটা আক্রমণে এবং রক্ষণে।’ ইএসপিএন

LEAVE A REPLY