গৃহকর্মী শোষণের অভিযোগে ব্রিটিশ ধনকুবেরের চার বছর জেল

গৃহকর্মীদের শোষণের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের প্রকাশ হিন্দুজা (৭৮) ও তাঁর স্ত্রী কমল হিন্দুজাকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভার এক আদালত। এ ছাড়া তাঁদের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে মানবপাচারের মতো গুরুতর অভিযোগ থেকে গত শুক্রবার তাঁদের খালাস দেওয়া হয়। গৃহকর্মীদের পাসপোর্ট আটকে রাখা, কম বেতনে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করানোর অভিযোগ ছিল হিন্দুজা পরিবারের বিরুদ্ধে।

সূত্র : এএফপি
 

LEAVE A REPLY