ভেনিজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রবিবার (২৩ জুন) দেশটির উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ওই সম্পর্কে কিছুই জানা যায়নি। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) সূত্রে এ তথ্য জানিয়েছে আল-আরাবিয়া।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৯৩ কিলোমিটার গভীরে। তবে এতে হতাহত ও ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি আঘাত হানার পর দুলতে থাকা স্থাপনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র: আল-আরাবিয়া 

LEAVE A REPLY