‘ইসরাইলি বাহিনী নেতানিয়াহু বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চাইছে’

নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরাইলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন।

শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি। 

সারা বলেন, ইসরাইলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। সেনাবাহিনীর কিছু সিনিয়র সদস্যদের জন্য তার এ বক্তব্য প্রযোজ্য।

কেবল নেতানিয়াহুর স্ত্রী নন, তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

LEAVE A REPLY